ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

টাঙ্গাইলে পিকআপ-অটো‌রিকশা সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলে পিকআপ-অটো‌রিকশা সংঘর্ষে নিহত ৪

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএন‌জিচা‌লিত অটো‌রিকশা। ছবি: সংগৃহীত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৩৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৪৪

ট‌াঙ্গাইলের মির্জাপু‌রে পিকআপ ভ্যান ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নারীসহ চারজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। আজ রোববার বিকেলে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের টে‌লিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও দুইজন।

নিহতরা হ‌লেন- মির্জাপু‌র উপ‌জেলার ভাতগ্রাম গ্রা‌মের বিদ‌্যুৎ মিয়ার ছে‌লে আকাশ (৩০), নয়াপাড়া গ্রা‌মের স‌মেজ উদ্দি‌নের ছে‌লে নাজমু‌ল (২৫), গাইড়া‌বে‌তিল গ্রা‌মের মঈনউদ্দি‌নের ছে‌লে লুৎফর রহমান (৪০) এবং তে‌লিপাড়া গ্রা‌মের তারা মিয়ার স্ত্রী র‌হিমা বেগম (৩৫)। নিহত‌রা সবাই অটো‌রিকশার যাত্রী ছিলেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো‌রিকশার তিন যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। হাসপাতা‌লে নেওয়ার পর আরও একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×