স্ত্রীকে নির্যাতন করায় ভাড়াটে খুনি দিয়ে ছোট ভাইকে হত্যা!

গ্রেপ্তার সোহেল ও রেশ চন্দ্র শীল। ছবি: সমকাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:০০
টাঙ্গাইলের কালিহাতীতে ছোট ভাইকে হত্যা করে লাশ ধান ক্ষেতে পুতে রাখায় বড় ভাই সোহেলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। গত শনিবার গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশ সুপার সিরাজ আমীন শহরের সাবালিয়া এলাকায় তার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান আনসারী জানান, গত ১২ ফেব্রুয়ারি কালিহাতী উপজেলার পারখি বিলের একটি ধান ক্ষেতে মাটি চাপা দেওয়া একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মুকুল মিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিহাতী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী লিমা আক্তার। কালিহাতী থানার পাশাপাশি পিবিআই মামলাটি তদন্ত করে।
তদন্ত কর্মকর্তা বলেন, পুলিশ বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারে, এই হত্যার সঙ্গে বড় ভাই সোহেল জড়িত। পরে পুলিশ গত শুক্রবার গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোহেল ও তার বন্ধু ভাড়াটে খুনি পরেশ চন্দ্র শীলকে গ্রেপ্তার করে। পরেশ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তর দগরবাড়ি গ্রামের রমনী কান্ত শীলের ছেলে।
পিবিআই পুলিশ সুপার সিরাজ আমীন জানান, ভাড়াটে খুনি দিয়ে আপন ছোট ভাইকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে দায় স্বীকার করেছেন গ্রেপ্তার সোহেল। ছোট ভাইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে তাকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশের কাছে তিনি হত্যার বর্ণনা দিয়ে জানান, ছোট ভাই মুকুল মাদকাসক্ত ছিল। বিভিন্ন লোকের কাছে থেকে সে অনেক টাকা ঋণ করে। এছাড়া তিনি বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে মুকুল অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করে। প্রতিনিয়ত তাকে যৌন হয়রানি করে। বাধা দিলেও তা কর্ণপাত করেনি। এসব ঘটনায় তার বন্ধু পরেশ চন্দ্র শীলকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন।
পিবিআই পুলিশ সুপার আরও বলেন, পরিকল্পনা অনুয়ায়ী, গত ২৭ জানুয়ারি মুকুলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ধান ক্ষেতে মাটি চাপা দিয়ে ঢেকে রাখে।