মাথা কাটার হুমকির পর প্রবাসীকে কুপিয়ে জখম
জমি নিয়ে বিরোধ

ছবি- সমকাল
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৫৬
বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে রব কাজী (৫৭) নামে এক প্রবাসীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া তার ছেলে কাজী মোহাম্মদ আলীকেও পিটিয়ে আহত করা হয়েছে।
শুক্রবারের এ ঘটনায় পরদিন শনিবার ছয়জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
রব কাজী উপজেলার রামপট্টি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার বাদী মোহাম্মদ আলী জানান, গ্রিস থেকে ফিরে কয়েক বছর আগে পশ্চিম রহমতপুর গ্রামের কামিনী পেট্রোল পাম্পের বিপরীতে এক শতক জমি কেনেন তার বাবা রব কাজী। সম্প্রতি সেই জমিতে প্রাচীর নির্মাণ করতে গেলে বাধা দেন স্থানীয় মিজান চাপরাশি। মিজানের পক্ষে বৃহস্পতিবার হুমকি দিতে আসেন তার মামা রহমতপুর হর্টিকালচার সেন্টারের শ্রমিক সেন্টু হাওলাদার। তিনি বলেন, ‘জমিতে বাউন্ডারি ওয়াল করতে হইলে আগে ৫ লাখ টাহা দিয়া আমাগো লগে ফয়সালা করতে হইবে, তারপরে জমিতে নামবি। এর আগে জমির কাছে গেলে কল্লা (মাথা) কাইট্যা নিয়া যামু।’
পরদিন সকালে প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হলে সত্যিই রামদা নিয়ে এসে বাবার মাথায় কোপ দেন সেন্টু। এতে তার খুলির হাড় কেটে যায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে সেন্টুর সহযোগী মুন্না ওরফে মনুসহ ৫-৬ জন মোহাম্মদ আলীকে পিটিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় রব কাজীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাথায় ১৪টি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রহমতপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক অলিউর রহমান জানান, সেন্টু হাওলাদার হর্টিকালচার সেন্টারের ফার্ম লেবার পদে কর্মরত। তবে অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটির আবেদন করেছেন তিনি।
এয়ারপোর্ট থানার ওসি মাসুদ আলম চৌধুরী জানান, রব কাজী ও তার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলার প্রধান আসামি সেন্টু ও তার সহযোগীরা ঘটনার পর থেকে পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।