ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

দুই মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের মামলা, গ্রেপ্তার হয়নি আসামি

দুই মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের মামলা, গ্রেপ্তার হয়নি আসামি

ছবি: ফাইল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:২১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:২৭

বাগেরহাটের মোংলায় মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থীকে এতিমখানার আবাসিক কক্ষে যৌন নিপীড়নের (বলাৎকার চেষ্টা) অভিযোগে মামলার প্রধান আসামি ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারকে (৩৫) এখনো আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী আউয়াল সরদারের শাস্তির দাবি করেছেন।

এদিকে অভিযুক্ত ওই মাদ্রাসার সভাপতি আউয়ালের পক্ষে এলাকার একটি প্রভাবশালী মহল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত আউয়াল সরদার মামলার পর থেকে গা ঢাকা দিয়ে রয়েছে। সে সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে। 

এলাকাবাসী জানায়, গত ১০ ফেব্রুয়ারি আউয়াল সুন্দরবন ইউনিয়নের আগা মাদুরপাল্টা গ্রামে হযরত শাহ আলম (রঃ) তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এক শিশু শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন চালায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় এক ইউপি সদস্যের ছত্রছায়ায় এলাকার প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়। পরে ১৪ ফ্রেব্রুয়ারি দুপুরে আউয়াল মাদ্রসার আবাসিক এলাকায় আরও এক শিশুকে বলাৎকারের চেষ্টা করে।

এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করেন। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×