গাজীপুরে পোশাক কারখানায় আগুন

প্রতীকী ছবি
সমকাল অনলাইন
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ০০:৩৭
গাজীপুরের শ্রীপুরে নোমান নাইস ফেব্রিক্স লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
নোমান গ্রুপের নাইস ডেনিম লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে নোমান নাইস ফেব্রিক্স লিমিটেডের সেন্টার মেশিনে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব অগ্নি নির্বাপন টিম আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, কারখানার একটি মেশিনে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।