ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

খেলা ও সুরের মূর্ছনায় শত সুহৃদ পরিবারের আনন্দময় দিন

খেলা ও সুরের মূর্ছনায় শত সুহৃদ পরিবারের আনন্দময় দিন

ছবি- সমকাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ১৮:১৭ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ১৮:১৯

শিশুদের বিস্কুট দৌড়, মায়েদের বালিশ খেলা, বাবাদের ঝুড়িতে বল নিক্ষেপ, অতিথিদের ভাগ্য পরীক্ষাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে একটি উৎসবময় দিন কাটিয়েছে ঈশ্বরদীর শতাধিক সুহৃদ পরিবার।

সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সুহৃদ উৎসব ও দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার স্বপ্নদ্বীপ রিসোর্ট প্রাঙ্গণে দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালের মফস্বল বিভাগের সহ-সম্পাদক আহসান হাবিব সম্রাট, বিটিভির উপস্থাপক খন্দকার ইসমাইল, রাজশাহীর মতিহার থানার পরিদর্শক শেখ মোঃ মোবারক পারভেজ, ঈশ্বরদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, সবুজ পৃথিবী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, পাকশী রেলওয়ে কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজ, উপাধ্যক্ষ সাইয়েদ কামরুল হাসান শিমুল, পাকশী বিপিএড কলেজের অধ্যক্ষ আখতার আনজাম হোসেন ডন প্রমুখ।

সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিকেলে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর.কে. বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল ইসলামের সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান শিক্ষক গোলাম রসুল, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন, স্বর্ণকলি বিদ্যাসদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু, মানাব সভাপতি মাসুম পারভেজ কল্লোল প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলী, অধ্যাপক দিলরুবা কায়েস, ফরিদা খাতুন মিমি, কৃষিবিদ অনুজ পারভেজ পাভেল প্রমুখ।

এদিন আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে ‘মানাব’ ও ‘সাস’ ব্যান্ড দলের আয়োজনে সিনিক্যাল ব্যান্ডের ভোকালিস্ট তৌহিদুল তনু, সাসের জুবায়ের, শাওন, মন্টি অবরয়, আননোন ব্যান্ডের জীবন, জুয়েল ও ‘কলের গান’র মানিক মন্ডলের অনবদ্য সঙ্গীত পরিবেশনায় মুখরিত ছিল আয়োজন।

সুহৃদ উৎসবে দিনভর এ আনন্দ আয়োজনে সুহৃদ উপদেষ্টা রফিকুল ইসলাম বাচ্চু, তানজিরুল আলম মিটো, ফখরুল ইসলাম মনি, আকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, হিটু খন্দকার, লিমন মন্ডল, সাবিত হাসান মুহিমসহ অন্যান্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন

×