ফরিদপুরে মেকআপ মাস্টার ক্লাস ও হেয়ার স্টাইল প্রশিক্ষণ

প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১৬:৫০ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ১৭:০৫
ফরিদপুরে ড্রীম গার্ল বিউটি পার্লারের উদ্যোগে দুই দিনের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকওভার হেয়ার স্টাইলের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
ড্রীম গার্ল বিউটি পার্লারের আয়োজনে ফরিদপুর ব্র্যাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন আকলি আক্তার।
মঙ্গলবার দুপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ড্রীম গার্ল বিউটি পার্লারের পরিচালক ফারহানা রিনী, আকলিমা'স মেকওভারের পরিচালক আকলি আক্তার ও লুনা নাসরিন এবং কলকাতার কারমা ইন্টারন্যাশনাল ইভেন্টের পরিচালক অনন্যা রায়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার ৪০ নারী অংশগ্রহণ করেন।
- বিষয় :
- প্রশিক্ষণ কর্মশালা
- ফরিদপুর