অপহরণের অভিযোগে দু’জন গ্রেপ্তার

গ্রেপ্তার দু’জন
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১৯:৪৮
অপহরণ চক্রে যুক্ত থাকার অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার রাতে উপজেলার হরিশপুর ও চটকাবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে ঝিনাইদহ র্যাব-৬। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলো হরিশপুর গ্রামের ইছাহক মণ্ডলের ছেলে মিটুল মণ্ডল (৩০) ও চটকাবাড়িয়া গ্রামের আক্কাচ আলীর ছেলে জহুর ইসলাম (৩৫)।
র্যাব জানিয়েছে, গত বছরের ২৪ এপ্রিল ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভবান্দপুর গ্রামের বাড়ি থেকে বের হয়ে আইয়ুব আলী (৬৭) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। পরদিন এ বিষয়ে নিখোঁজ ডায়েরি করা হয়। রাতে মোবাইল ফোনে স্বজনের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা।
টাকা না দিলে ভুক্তভোগীকে হত্যার হুমকিও দেয় তারা। পরে এ বিষয়ে থানায় অপহরণ মামলা করা হয়। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহাম্মেদ জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ নানা উপায়ে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করে র্যা ব। পরে গোপন সংবাদের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।