ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির লিফলেট বিতরণ

বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির লিফলেট বিতরণ

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ১৭:৩৫ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ১৮:০১

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক-মার্কেটে গণসংযোগ করেন দলটির নেতারা।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আ. রহমান, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, কে এম হুমায়ূন কবির, মুরশিদ কামাল প্রমুখ।

লিফলেট বিতরণের আগে নগর বিএনপির সভা অনুষ্ঠিত হয়। সভায় থেকে মহানগরীর ৫ থানায় পবিত্র রমজান মাসে নেতাকর্মী ও নগরীর বিশেষ ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন

×