ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কুমিল্লায় সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

কুমিল্লায় সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ০৪:০৯

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকাল সুহৃদ সমাবেশ কুমিল্লার আয়োজনে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দিনব্যাপী কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে যুক্তি-পাল্টা যুক্তির লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ।

অনুষ্ঠানে দুটি পর্বে প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। 

জেলা প্রশাসক বলেন, বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। মেধা বিকাশে এমন অনন্য উদ্যোগ নেওয়ার জন্য তিনি সমকাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, স্কুল পর্যায়ে আয়োজন করা শিক্ষার্থীদের জ্ঞাননির্ভর যুক্তি-তর্ক সত্যই প্রশংসনীয়। এমন
প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার। এতে আরও বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন ও দৈনিক সমকালের নাঙ্গলকোট প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। 

অনুষ্ঠানে সুহৃদ সমাবেশে কুমিল্লা সদস্যরা এবং কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি ও প্রতিযোগিতার সমন্বয়কারী মো. কামাল উদ্দিন। মডারেটর ছিলেন মোশাবীর আহমেদ জিশান। বিচারকের দায়িত্ব পালন করেন সুপ্তি সাহা ঈশিকা, নাহিদ
ফারহানা ও খাদিজা জামান জ্যোতি।

আরও পড়ুন

×