ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরে পদ্মা নদীতে ভাসছিল ১ ব্যক্তির মরদেহ

ফরিদপুরে পদ্মা নদীতে ভাসছিল ১ ব্যক্তির মরদেহ

প্রতীকী ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ১৬:২২

ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার বাঁশতলা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে এলাকাবাসী ওই মরদেহটি বাঁশতলা খেয়াঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌ পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, মরদেহটি এলাকার কারো বলে মনে হচ্ছে না। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে- এটি দুই-তিন দিনের পুরনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে।

মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×