ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরে মানব পাচার প্রতিরোধী কর্মশালা

ফরিদপুরে মানব পাচার প্রতিরোধী কর্মশালা

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করা হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ২০:১৬

জলবায়ু পরির্বতনের প্রভাবে কৃষিজীবী ও মৎস্যজীবী পরিবারগুলোর মধ্যে মানব পাচার হওয়ার ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি এড়াতে ফরিদপুরে মানব পাচার প্রতিরোধ অবহিতকরন এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও সংস্থা টিএমএসএস এ কর্মশালার আয়োজন করে।

আমেরিকান সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের অর্থায়নে ফরিদপুরের চারটি উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি গ্রামের কৃষিজীবী ও মৎস্যজীবীদের নিয়ে বাংলাদেশ প্রোগ্রাম অব ইন্ড মডার্ন স্লেভারি (বিপিইএমএস) অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পর আওতায় জয়বায়ু পরিবর্তনের সঙ্গে মানবপাচারের আন্তঃসম্পর্ক প্রতিরোধ করে তাদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে এ কার্যক্রম পরিচালিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন টিএমএসএসএ’র প্রকল্প অফিসার মুকুল আলী। প্রকল্পের কি-নোট উপস্থাপন করেন টিএমএসএস প্রকল্প ম্যানেজার তুহিন ইসলাম। এ সময় প্রজেক্ট সর্ম্পকে আলোচনা করেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দ আব্দুস সাদিক আহনাফ তাহমিদ এবং টিএমএসএস মিল অফিসার ইমাদ উদ্দিন।

প্রজেক্ট আলোচনায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিজীবী ও মৎস্যজীবীরা যখন কর্মহীন হয়ে পড়েন, তখন তারা কর্মসংস্থানের জন্য বের হয়ে মানব পাচারের শিকার হন। ফরিদপুর অঞ্চলের কৃষক ও জেলারা যাতে এ ধরনের পাচারকারীদের শিকার না হয়, এজন্য ফরিদপুর অঞ্চলে তাদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছে। তারা সচেতনতার পাশাপাশি কৃষক ও জেলেদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং বিকল্প জীবিকার ব্যবস্থা করবেন।

এ সময় জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ প্রকৌশলী মো. আখতারুজ্জামান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক এএসএম আলী আহসান, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আবু মো. রেজাউল করিম, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. তানভির হোসেন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি রাশেদুল হাসান কাজলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×