ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক কারাগারে

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক কারাগারে

গৌছ আলী– লিলু মিয়া। ছবি: সংগৃহীত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ০৪:৩০

সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গৌছ আলী ও লিলু মিয়া বৃহস্পতিবার সিলেট জজকোর্টের বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই শেখ আলী আজহার। তিনি সমকালকে জানান, সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টায় বিএনপির ১৮৩ নেতাকর্মীর ওপর বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১২ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন গৌছ আলী ও লিলু মিয়া। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল বৃহস্পতিবার তারা সিলেট জজকোর্টের বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

জানা গেছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও  সংসদ নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে ২০২৩ সালের ২০ নভেম্বর বিএনপির ডাকা হরতালের পর অবরোধকে সফল করতে ওই দিন রাতে মাস্ক ও হেলমেট পরে মশাল মিছিল বের করে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার পরদিন ২১ নভেম্বর বিশ্বনাথ থানা পুলিশের এসআই দীপঙ্কর বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির ৩৩ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। 


 

আরও পড়ুন

×