ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

স্ত্রীর স্বীকৃতি দাবি করায় নারীকে আটকে মারধর

স্ত্রীর স্বীকৃতি দাবি করায় নারীকে আটকে মারধর

কালিয়াকৈর থানা। ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ২১:৩৬

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী হিসেবে স্বীকৃতি চাইতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে মারধরের শিকার হয়েছেন এক নারী (৩০)। শুক্রবার সকালে পৌরসভাধীন পূর্বচান্দরা পাশাগেট এলাকায় ঘটে এ ঘটনা। সংবাদ পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ সদস্যরা ভুক্তভোগীকে উদ্ধার করেন। এ ঘটনায় তিনি কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

ওই নারীর বাড়ি উপজেলার আন্ধারমানিক এলাকায়। প্রথম স্বামীর সঙ্গে বছর দেড়েক আগে তাঁর ছাড়াছাড়ি হয়। ভুক্তভোগীর ভাষ্য, পূর্বচান্দরা পাশাগেট এলাকার সোহেল সরকারের (৩২) সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কাজি অফিসে বিয়ে করেন তারা। তবে সোহেলের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। 

ওই নারী বলেন, শুক্রবার সকালে তিনি সোহেলের বাড়িতে গিয়ে স্ত্রীর অধিকার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির লোকজন তাঁকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে। তবে এ বিষয়ে সোহেলের পরিবারের কেউ কথা বলতে চাননি। 

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসাদ বলেন, সংবাদ পেয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনি কালিয়াকৈর থানায় অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন

×