সিরাজগঞ্জের তাড়াশে ঘন কুয়াশায় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় পরিতোষ চন্দ্র (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের এক যাত্রী।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বড়াইচড়া ভেংড়ী এলাকায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিতোষ চন্দ্র উপজেলার তালম ইউনিয়নের দেওঘর গ্রামের মৃত অমিত্র লালের ছেলে।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, আহত যাত্রী শিমল উঁরাওকে (১৯) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পরিতোষ চন্দ্র দীর্ঘ দিন ধরে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালাতেন। শনিবার রাত ৮টার দিকে রানীরহাট থেকে শিমল উঁরাওকে নিয়ে মোটরসাইকেলে আসছিলেন। যানটি তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বড়াইচড়া ভেংড়ী এলাকায় পৌঁছলে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারান। এতে যানটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে মোটর সাইকেল চালক পরিতোষ চন্দ্র নিহত হন। পরে লোকজন গুরুতর আহত অবস্থায় শিমল উঁরাওকে উদ্ধার করেন।