- সারাদেশ
- ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

ফাইল ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি এবং ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
জানা যায়, রোববার দুপুর পৌনে একটার দিকে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকী রেলক্রসিং এলাকা দিয়ে দুই ব্যক্তি পাড় হওয়ার সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়া গামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি মারা যান। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জেলার সালথায় ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান মাহি (২১) নামে আরেক যুবক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-সালথা সড়কের নারানপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী মাগুরার মোহাম্মাদপুর থানার দিঘা ইউনিয়নের চিত্তশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
সালথা থানার এস আই তন্ময় চক্রবর্তী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন