- সারাদেশ
- বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই

বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার আর নেই। শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
আজ রোববার মাগরিবের নামাজের পর উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ১৪ দলের সমন্বয়ক, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি, ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের এমপি আলহাজ বজলুল হক হারুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. বদিউজ্জামান সিকদার, ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, শিশির দাস, আমিরুল ইসলাম ফোরকান, মাহামুদুল হক নাহিদ, মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফাইজুল আলম ফিরোজ, আবুল বসার বাদশা, অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, সাবেক অধ্যাপক মো. রুস্তম আলী খান, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল ও সহসভাপতি ফারুক হোসেন খান।
মন্তব্য করুন