- সারাদেশ
- নিখোঁজের ২ দিন পর সেফটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২ দিন পর সেফটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুই দিন পর সেফটিক ট্যাংক থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর গুচ্ছগ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী হরিশপুর মহলদারপাড়া গ্রামের মো. বাবলুর ছেলে মো. আলহাজ (১৪)। সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত শুক্রবার রাতে আলহাজ বাড়ি থেকে নিখোঁজ হয়।
ইউপি সদস্য মো. লাল বর আলী বলেন, গত দুই দিন থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজ করলেও ছেলেটির কোন সন্ধান পাওয়া যায়নি। গুচ্ছগ্রাম থেকে সামান্য কিছু দূরেই নিখোঁজ স্কুলছাত্রের বাড়ি। সকালে স্থানীয় বাসিন্দারা গুচ্ছগ্রামের প্রত্যেকটি ঘরে খোঁজ করে। পরে একটি সেফটিক ট্যাংকের ঢাকনা খুললে মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইনচার্জ এ কে এম আলমগীর জাহান জানান, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন