- সারাদেশ
- যশোরে ট্রাকচাপায় যবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩
যশোরে ট্রাকচাপায় যবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩

যশোর জেনারেল হাসপাতাল। ছবি-সমকাল
যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) একটি ট্রাকের চাপায় রিকশাভ্যানে থাকা তিনজন নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে একটি ইটভাটার সামনে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা সুমি ও জোহরা বেগম (৬০) এবং ভ্যানচালক সদরের বাগডাঙ্গা গ্রামের মাসুম (৩৫)।
আহতরা হলেন- নিহত জোহরার স্বামী যশোর সদরের গোবরা গ্রামের আমজাদ হোসেন ও নিহত সুমির স্বামী যবিপ্রবির একই বিষয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কবলিত বিএডিসির ট্রাকটি আটক করেছে পুলিশ।
সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের খবরে সন্ধ্যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় তারা নিহত শিক্ষার্থীর পরিবার ও আহতদের চিকিৎসায় এক কোটি টাকার ক্ষতিপূরনসহ সড়কটিতে দুর্ঘটনা রোধে সাত দফা দাবি উত্থাপন করেন। প্রায় একঘণ্টা ধরে চলে এই অবরোধ। এ সময় যশোর-চৌগাছা সড়কের দুই পাশে কযেক'শ যানবাহন আটকে পড়ে।
স্থানীয় সাঁজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম হোসেন জানান, তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
মন্তব্য করুন