দৈনিক সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশের পর ফরিদুপরের ভাঙ্গায় বেদে পরিবারের শীতার্তরা শীতবস্ত্র পেয়েছেন। আজ রোববার বিকেলে ‘গোপালগঞ্জ বন্ধু মহল’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।  

ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কুমার নদের দক্ষিণ পাড় ঘেঁষে বসবাসরত বেদে সম্প্রদায়ের প্রায় ২০টি পরিবারকে এ সময় সহায়তা দেওয়া হয়। 

সেচ্ছাসেবী শফিকুর রহমান চৌধুরী জানান, বেদে পরিবারের মানবেতর দিনযাপন বনিয়ে সমকালে প্রকাশিত খবরটি গোপালগঞ্জ বন্ধু মহলের নজরে আসে। মানুষের বিপদে মানুষকেই এগিয়ে আসতে হয়। সে হিসেবেই শীতার্তদের সহায়তা করার চেষ্টা করছেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন সুজন শিকদার, মাহবুব বাবু, রেজাউল করিম, আরমান খান জয়, অজয় দাস, সাইফুল ইসলাম প্রমুখ। 

বেদের সর্দার আবু কালাম জানান, এ কম্বল কিছুটা হলেও শীত থেকে তাদের রক্ষা করবে। তবে তাদের বসবাসের একটি স্থায়ী ঠিকানা খুবই প্রয়োজন।