- সারাদেশ
- মেঘনায় তেল নিয়ে ডুবে যাওয়া ট্যাঙ্কার সাত দিন পর উদ্ধার
মেঘনায় তেল নিয়ে ডুবে যাওয়া ট্যাঙ্কার সাত দিন পর উদ্ধার

দুর্ঘটনার সাত দিন পর রোববার সকালে ট্যাঙ্কারটি তীরে তোলা হয়- সমকাল
ভোলা সদর উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ডুবে যাওয়া ট্যাঙ্কার 'সাগর নন্দিনী-২' উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাত দিন পর রোববার সকাল ৯টায় ট্যাঙ্কারটি তীরে তোলা হয়।
বিআইডব্লিউটিএ বেসরকারি উদ্যোগে বার্জ হুমায়রা ও ডিবি জোহরের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে। শুরু থেকেই তাদের সহায়তা করে কোস্টগার্ড। তীরে আনার পর ট্যাঙ্কার থেকে তেল একই প্রতিষ্ঠানের আরেকটি ট্যাঙ্কারে সরিয়ে নেওয়া হচ্ছে।
উদ্ধারকর্মীরা জানান, হুমায়রা ও জোহর থেকে দুটি ওয়্যাররোপ ডুবুরিদের মাধ্যমে সাগর নন্দিনীর নিচে দিয়ে প্রবেশ করানো হয়। এর পর তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে ম্যানুয়ালি ধীরে ধীরে ট্যাঙ্কারটি পানির নিচ থেকে তুলে আনেন অর্ধশতাধিক সদস্য। ট্যাঙ্কারটি ভেসে ওঠার পর চারটি হ্যাচ (তেল ঢুকানো ও তোলার মুখ) সিলগালা পাওয়া যায়। দুটি হ্যাচ ছিল খোলা। ধারণা করা হচ্ছে, এ দুটি দিয়েই প্রথম দিকে তেল পানিতে ছড়িয়েছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুস সালাম জানান, উদ্ধার কার্যক্রম চলাকালে ট্যাঙ্কার থেকে কোনো তেল বের হয়নি। আশা করছি, মেঘনার মাছ ও জলজপ্রাণীর কোনো ক্ষতি হবে না। এটি একটি টাগবোটের সহায়তায় নারায়ণগঞ্জ নেওয়া হবে।
বিআইডব্লিউটিএর তদন্ত দলের প্রধান ও সংস্থার অতিরিক্ত পরিচালক আবদুর রহিম জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তারা সরেজমিন কাজ করছেন। জাহাজে থাকা সবার লিখিত ও মৌখিক বক্তব্য নিয়েছেন। সব তথ্য সমন্বয় করে প্রতিবেদন দেওয়া হবে।
চট্টগ্রাম থেকে তেল নিয়ে চাঁদুপরে যাওয়ার সময় গত ২৫ ডিসেম্বর ভোরে মেঘনা নদীতে ট্যাঙ্কারটি ডুবে যায়। পুরোপুরি উদ্ধারে কাজের পর হিসাব-নিকাশ করে প্রকৃত ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানিয়েছেন ট্যাঙ্কারটির মালিক এসএইচআর নেভিগেশনের নির্বাহী পরিচালক মাহাতাবুর রহমান।
মন্তব্য করুন