১০০০, ৫০০ এবং পুরনো নোটের জন্য মেট্রোরেলের স্টেশনে টিকিট বিক্রির মেশিনে ত্রুটি দেখা দিচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ কারণে সোমবার আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রির মেশিনে ত্রুটি দেখা দেয়। তবে এই ত্রুটি সাময়িক বলে জানিয়েছেন আগারগাঁও স্টেশন ম্যানেজার মাহফুজুর রহমান।

সোমবার সকালে এই স্টেশনে কয়েকবার টিকিট বিক্রির মেশিনে ত্রুটি দেখা দেওয়ার পর তিনি একথা বলেন।

আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রির ৬টি মেশিন রয়েছে। যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে এই ছয় মেশিন থেকে টিকিট কিনতে পারেন। এর পাশাপাশি টিকিট বিক্রির তিনটি সাধারণ কাউন্টারও এই স্টেশনে রয়েছে।

যাত্রীরা জানান, সকাল পৌনে ৯টার দিকে প্রথমে একটি মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে অপর দুই মেশিনেও ত্রুটি দেখা দেয়। তবে তিনটি মেশিনে একসঙ্গে ত্রুটি দেখা দেয়নি। একটিতে ত্রুটি দেখা দিলে সেটি ঠিক করার পর আরেকটিতে ত্রুটি দেখা দেয়।

স্টেশন ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, টিকিট কিনতে অনেকে মেশিনে পুরোনো ও ছেঁড়া নোট দিচ্ছেন। আর ১০০০ ও ৫০০ টাকার নোট দিলে খুচরা দিতে পারে না। তবে কেউ চার থেকে-পাঁচটি টিকিট ক্রয় করলে তখন মেশিন ৫০০ টাকার নোট নেয়।