নাটোরের সিংড়ার চলনবিলে পাখি শিকারের তথ্য দিলেই উপহার হিসেবে মিলছে শীতবস্ত্র। পাখি শিকার বন্ধে এবং সচেতনতা তৈরিতে এমন অভিনব উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া বাজারে পাখি শিকারের তথ্যদাতা তিন ব্যক্তিকে এই শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা। এ সময় স্থানীয় বাজারে পাখি শিকার রোধে পথসভা ও লিফলেট বিতরণ করেন পরিবেশকর্মীরা।

এ সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, কলম ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, উপজেলার পাঙ্গাশিয়া বাজারে ইয়ারগান দিয়ে পাখি শিকার চলছে মর্মে তিন ব্যক্তি মুঠোফোনে তথ্য দেন। পরে সেখানে অভিযান চালানো হয়। পাখি ও প্রকৃতিকে বাঁচাতে পাখি শিকারের তথ্যদাতাকে শীতবন্ত্র দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চলনবিলে পাখি বাঁচাতে পরিবেশকর্মীরা প্রতিনিয়ত কাজ করছেন।