- সারাদেশ
- সীতাকুণ্ড উপকূলের হাজার কোটি টাকার খাস জমি উদ্ধার
সীতাকুণ্ড উপকূলের হাজার কোটি টাকার খাস জমি উদ্ধার

দীর্ঘদিন ধরে থাকা বসতঘর, দোকানপাট ও রেস্টুরেন্টসহ ২০০ স্থাপনা উচ্ছেদ করা হয় - সমকাল
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর লিংক রোড সংলগ্ন উপকূল এলাকায় ১৯৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুধবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চলে।
অভিযানকালে এ জমিতে দীর্ঘদিন ধরে থাকা বসতঘর, দোকানপাট ও রেস্টুরেন্টসহ ২০০ স্থাপনা উচ্ছেদ করা হয়। সীতাকুণ্ডুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ হওয়াদের যাচাই করে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই শাখাওয়াত হোসেন, ভাটিয়ারী ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নুরুল হাসান, সার্ভেয়ার অহিদুর রহমান প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকার পাশে সুদীর্ঘকাল ধরে সরকারি শত শত একর খাস জমি দখল করে সেখানে বসতঘর, রেস্টুরেন্ট, সমিতিসহ নানান ব্যবসা পরিচালনা করছিল স্থানীয় কিছু ব্যবসায়ী। বিষয়টি নজরে আসার পর তাদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশও দেওয়া হয়। কিন্তু তারা প্রতিষ্ঠান সরায়নি। তাই অভিযান চালিয়ে ১৯৪.১৮ একর জমি উদ্ধার করা হয়। এই জমির বর্তমান বাজার মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা।
খাস জমিতে বসবাসকারী মোহাম্মদ শাহাজান বলেন, দীর্ঘদিন এই উপকূলে বসবাস করলেও বুধবার তাদের উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ হওয়া শুকতারা রেস্টুরেন্টের মালিক হাজি কফিল উদ্দিন বলেন, সরকারি খাস জমিগুলো তাদের পূর্বপুরুষদের। খাস জমি থেকে সরকার উচ্ছেদ করেছে, এতে তারা সহযোগিতা করেছেন। কিন্তু লিজ প্রক্রিয়া শুরু হলে তাদের লিজ দেওয়ার অনুরোধ করেন তিনি।
মন্তব্য করুন