- সারাদেশ
- ভোট না পাওয়ায় টিসিবির পণ্য বিতরণের স্থান বদল
কাউন্সিলরের কাণ্ড
ভোট না পাওয়ায় টিসিবির পণ্য বিতরণের স্থান বদল

প্রতীকী ছবি
রংপুর সিটি নির্বাচনে কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় এক কাউন্সিলর টিসিবির পণ্য বিতরণের নির্ধারিত স্থান বাতিল করে নিজের এলাকায় নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে সড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করেন ভুক্তভোগীরা।
আজ বুধবার পণ্য বিতরণের স্থান নির্ধারিত কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবির গাড়ি আসেনি।
ভুক্তভোগীরা জানান, এবারের সিটি করপোরেশন নির্বাচনে এ এলাকার (২২ নম্বর) ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিলেন মিজানুর রহমান মিজু। এবার তিনি পুনর্নির্বাচিত হলেও ওই এলাকায় কম ভোট পেয়েছেন। এই ক্ষোভে টিসিবির পণ্য বিতরণের স্থান বদল করেন তিনি। এ কারণে প্রায় ৫০০ টিসিবির কার্ডধারী ভুক্তভোগী টিসিবির পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন। দুপুরের পরপরই টিসিবির কার্ডধারীরা কামারপাড়ার ঢাকা কোচ স্ট্যান্ডের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ভুক্তভোগী শাহিন ইসলাম বলেন, শুরু থেকেই তাঁরা টিসিবির পণ্য কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কার্ড দিয়ে সংগ্রহ করে আসছেন। কিন্তু এবার বর্তমান কাউন্সিলর এই এলাকার ভোট না পাওয়ায় টিসিবির পয়েন্ট তার এলাকায় নিয়ে গেছেন। এতে এলাকার কার্ডধারীরা টিসিবির পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন। একই অভিযোগ করেছেন রাব্বী হাসান, সবুজ মিয়াসহ বেশ কয়েকজন কার্ডধারী।
সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা জানান, টিসিবির পণ্য বিতরণের পয়েন্ট নির্ধারণ করেন স্থানীয় কাউন্সিলররা। ওই ওয়ার্ডে নারী কাউন্সিলরের সঙ্গে অন্য কাউন্সিলের মতবিরোধ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আগামী তারিখে দু'জনের সঙ্গে কথা বলে মধ্যবর্তী স্থানে টিসিবির পণ্য বিতরণের ব্যবস্থা করা হবে।
অভিযুক্ত কাউন্সিলর মিজানুর বলেন, বিষয়টি আসলে তা নয়। আগে থেকেই ওই ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণের পয়েন্ট ছিল বাবুখাঁ স্কুল, গণেশপুর ঈদগাহ মাঠ ও কাউন্সিলরের কার্যালয়। মাঝে লোকজনের সুবিধার্থে বালাপাড়া ও কামারপাড়া মিলে অন্য একটি পয়েন্ট তৈরি করা হয়েছিল। কিন্তু কামারপাড়ার লোকজন পণ্য বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে প্রায়ই অশোভন আচরণ করতেন। সে কারণে ওই পয়েন্টে আজ পণ্য দেওয়া হয়নি। সেখানকার লোকজন বাবুখাঁ স্কুল পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করেছেন। কিছু মানুষ এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছেন।
মন্তব্য করুন