করোনা মহামারির কারণে তিন বছর স্থগিত থাকার পর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেশ-বিদেশের লেখক, গবেষক, চিন্তাবিদ ও সমাজকর্মীর মিলনমেলা ঢাকা লিটারেচার ফেস্টিভ্যাল-লিট ফেস্ট। সকাল ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের এ দশম আসর।

এবারের আয়োজনে অতিথিদের মধ্যে আছেন ২০২১ সালে সাহিত্যে নোবেলজয়ী ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ, বুকার পুরস্কারজয়ী শেহার করুণাতিলকা, গীতাঞ্জলি শ্রী, জ্ঞানপীঠ বিজয়ী অমিতাভ ঘোষসহ নানা দেশের লেখক। প্রথম দিন সকাল ১০টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আবদুলরাজাক গুরনাহ, অমিতাভ ঘোষসহ অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত।

দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত ওই মিলনায়তনে চলবে আলোচনা অনুষ্ঠান 'টর্ন এপার্ট'। একই সময়ে একাডেমির লনে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান 'মুক্তিযুদ্ধের ৫০ :সুবর্ণজয়ন্তীর ইতিহাসের দর্পণে বাংলাদেশ'।

দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে জেমকন পুরস্কার প্রদান। একই সময়ে কবি শামসুর রাহমান (পিএসআর) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে 'এভরিথিং চেঞ্জ' শীর্ষক অনুষ্ঠান। নভেরা হলে অনুষ্ঠিত হবে 'ইলিয়ট'স ওয়েস্টল্যান্ড'।

বেলা ২টা ৪৫ থেকে বিকেল ৩টা ৪৫-এ আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূন পরিচালিত 'মশারি'সহ অন্যান্য হরর চলচ্চিত্র। একই সময়ে পিএসআর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে 'ফ্রম ডন টু ডার্কনেস'। নভেরা হলে অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ :স্বপ্নের আগামী'। নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে 'বাবুইবেলা'। একই সময়ে বর্ধমান হাউসে চলবে 'দ্য স্ট্রিট ইজ নট আ হোম'।

বিকেল ৪টা থেকে ৫টায় আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে 'দ্য গ্রেট পদ্মা :দ্য মেকিং অব দ্য বুক'। একই সময়ে পিএসআর সেমিনার রুমে অনুষ্ঠিত হবে 'বড় চিন্তা, ছোট গল্প'। বিকেল সোয়া ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে 'ইন মেমোরিয়াম :স্যার ফজলে হাসান আবেদ'। পিএসআর সেমিনার রুমে অনুষ্ঠিত হবে 'ভার্চুয়াল সময়ে কবিতা'। লনে যাত্রা পরিবেশিত হবে দেবী সুলতানা। নভেরা হলে দেখানো হবে নুহাশ হুমায়ূনের 'পেট কাটা ষ'। সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টায় আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ধ্রুপদি সংগীত পরিবেশন করবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। এ উৎসব চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত।