খালেদা জিয়াকে দল থেকে মাইনাস করতে বিএনপি নেতারা তাঁকে আদালতে হাজির হতে দেননি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

তিনি গতকাল সোমবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন।

সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, সরকারের কোনো হস্তক্ষেপ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, যুবলীগ সভাপতি মনির হোসেন, শাক্তা ইউপি চেয়ারম্যান হাজি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় তাঁরা ২ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।