ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, তারা সমাজের এমন কোনো জায়গা বাকি রাখেনি, যেখানে ক্ষত তৈরি হয়নি।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুরে জেলা বিএনপি আয়োজিত 'আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা' শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলাল আরও বলেন, 'রিজার্ভ চুরি করেছে এই সরকার। হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। কিছুদিন পরপর গরু চুরি, ছাগল চুরির অপরাধে ছাত্রলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার হচ্ছে। ভোট চুরির কথা বাদই দিলাম, ছাগল চুরি থেকে ব্যাংকের রিজার্ভ চুরি সবই আওয়ামী লীগের দখলে।'

তিনি আরও বলেন, আজ কোথাও ভোট উৎসব নেই। কোনো প্রতিষ্ঠানে ভোট হয় না, মসজিদে ইমাম নিয়োগ ও কমিটি গঠনেও ভোট করতে দেয় না।

আওয়ামী লীগ সরকারের আমলে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে অভিযোগ করে আলাল বলেন, এই টাকায় ৫০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও জাসাস নেতা বাবুল আখতার।