- সারাদেশ
- গফরগাঁওয়ে ড্রাম ট্রাক উল্টে হেলপার নিহত
গফরগাঁওয়ে ড্রাম ট্রাক উল্টে হেলপার নিহত
-(2)-samakal-63bd160f43682.jpg)
পাঁচভাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বালু মহালে এ দুর্ঘটনা ঘটে। ছবি- সমকাল।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ড্রাম ট্রাক উল্টে অপু মিয়া (১৯) নামে এক হেলপার নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বালু মহালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও-হোসেনপুর আঞ্চলিক সড়কের পাশে পাঁচভাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বালু মহালে প্রবেশের পথে ড্রাম ট্রাক উল্টে হেলপার অপু মিয়া চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পাগলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাগলা থানার ওসি রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন