চট্টগ্রামের সাতকানিয়ায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়া চোর ও তার সহযোগীদের কিল-ঘুষিতে মো. ইউসুফ (৭০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খোর্দ কেঁওচিয়া খোন্দকারখিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি প্রায় ২৫ বছর আগে থেকে পরিবার-পরিজন নিয়ে খোন্দকারখিল এলাকায় বসবাস করে আসছিলেন।

এ ব্যাপারে নিহতের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, তদের ঘরে কেউ না থাকার সুযোগে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন এলাকার শওকত নামে এক চোর ঘরের মধ্যে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরে তিনি ও তার স্ত্রী এসে দেখেন এলাকাবাসী চোরকে আটক করে ঘরে আসার কারণ জিজ্ঞাসা করছে। প্রথমে আটক শওকত এলোমেলো তথ্য দিলেও পরে চুরি করতে আসার কথা স্বীকার করেন। এর মধ্যে শফিকুলের বাবাও ঘরে চলে আসেন। ওই সময় আটক শওকত মুঠোফোনে খবর দিলে তার ৬-৭ জন সহযোগী ঘটনাস্থলে আসে। তারা শফিকুল ও তার বাবাকে গালিগালাজ করে মারধর করতে থাকে। এক পর্যায়ে শফিকুলের বাবা ইউসুফ কিল-ঘুষিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইউসুফকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে চোরকে সাথে নিয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

সাতকানিয়া থানার ওসি ইয়াসিন আরাফাত বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।