ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে হত্যা মামলায় আদালত পাঁচ বছরের সাজা দেয় সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে। সেই সাজা এড়াতে দেশ ও দেশের বাইরে পরিচয় গোপন করে আত্মগোপন করেন তিনি। শেষ পর্যন্ত পুলিশের জালে সোমবার রাতে গ্রেপ্তার হন সাইফুল। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ জানায়, ২০০২ সালে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী কল্পনা আক্তারকে হত্যা করে সাইফুল। স্ত্রীকে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হলে দীর্ঘ শুনানি শেষে ২০০৯ সালে আসামির অনুপস্থিতিতে পাঁচ বছরের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।

স্ত্রীকে হত্যার পর সাইফুল দীর্ঘ ১৩ বছর সৌদি আরব ও দেশে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পরিচয় লুকিয়ে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রহিমগঞ্জের এক আত্মীয় বাড়ি থেকে সোমবার রাতে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নাম পরিচয় গোপন করে স্ত্রীকে হত্যার আসামি সাইফুল পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাইফুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।