ফেনীর সোনাগাজীতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন নারীকে আটক করা হয়েছে।

গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট সংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে ওই নারী প্রধানমন্ত্রী এবং তাঁর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরীর ছবি ও দুটি গ্লাস ভাঙচুর করে।

এ ঘটনায় আটক নারীর নাম ছকিনা খাতুন। সে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের নূর মোহাম্মদের মেয়ে।

ছকিনার মা হাসিনা খাতুন দাবি করেন, পারিবারিক কলহের কারণে পাঁচ দিন আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ছকিনা। কুমিল্লার লাঙ্গলকোটের মানসিক হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দু'দিন আগে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর আর ফেরেনি। আওয়ামী লীগ নেতারা তাকে ধরে পুলিশে দেওয়ার খবর পেয়ে ছকিনার চিকিৎসাপত্র সংযুক্ত করে রাতেই সোনাগাজী মডেল থানায় তার বিষয়ে লিখিত দেওয়া হয়েছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, ছকিনার চিকিৎসাপত্র ও তার মায়ের আবেদন খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগ নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ছকিনাকে পুলিশে দেওয়া হলেও তার নামে তাৎক্ষণিকভাবে কেউ মামলা করেনি।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন সংবাদ সম্মেলনে বলেন, ছকিনার চিকিৎসাপত্র খতিয়ে দেখাসহ পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ওই নারী প্রকৃতপক্ষে মানসিক ভারসাম্যহীন হলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হবে না।