পিরোজপুরে ঢাকাগামী বাসের চাপায় দুই বোন নিহত হয়েছে। এ ঘটনায় তাদের বড় ভাই গুরুতর আহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের আধাঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ভৈরমপুর এলাকার শেখ নজরুল ইসলামের মেয়ে মুক্তা খানম (২২) ও তার ছোট বোন মারিয়া খানম (১১)। এ ঘটনায় তাদের বড় ভাই মঞ্জুরুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মামী শাহিদা বেগম জানিয়েছেন, আজ দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকায় বাজার শেষে মুক্তা, মারিয়া ও মঞ্জুরুল ভ্যানে করে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে সদর উপজেলার আধাঝুড়ি এলাকায় পৌঁছালে পিরোজপুর থেকে ঢাকাগামী ঈমাদ পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তা মারা যায়।

মারিয়া ও মঞ্জুরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আহত দুজনকে খুলনায় নেওয়ার পথে মারিয়ার মৃত্যু হয়।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার জানান, সড়ক দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যায়। বাকি দু'জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঈমাদ পরিবহনের বাসটিকে আটক করেছে পুলিশ। তবে বাসের চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।