রাষ্ট্র মেরামতে বিএনপির ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শ্রমিক দলের নেতাকর্মীরা।

আগামীকাল বুধবার বিএনপির দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি সফলে চট্টগ্রামে প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন। আজ মঙ্গলবার নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা হয়।

এতে সভাপতির বক্তব্যে শ্রমিক দল নেতা নাজিম উদ্দিন বলেন, জনগণের মুক্তি, গণতন্ত্র পুনর্উদ্ধারসহ অতীতের সব আন্দোলনে শ্রমিক দলের ঐতিহাসিক ভূমিকা ছিল। খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক দল রাজপথে থাকবে। আগামী দিনে যে কোনো ত্যাগ স্বীকার করতে দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান মজুমদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, গাজী আইয়ুব আলী, মো. হারুন, আনোয়ারুল আজিম সবুজ, সহ-সাধারণ সম্পাদক মো. কালাম, ইব্রাহিম হোসেন ফরাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মো. রফিক, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইকবাল প্রমুখ।