- সারাদেশ
- চলন্ত অটোরিকশাকে ধাক্কা দিলো বাস, প্রাণ গেল কলেজশিক্ষকের
চলন্ত অটোরিকশাকে ধাক্কা দিলো বাস, প্রাণ গেল কলেজশিক্ষকের

ফকির আহম্মেদ শাহ- আগের ছবি
সাতক্ষীরার পাটকেলঘাটায় ডিজেলচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে অটোরিকশায় থাকা ফকির আহম্মেদ শাহ (৬০) নামে এক কলেকশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পাটকেলঘাটার ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজশিক্ষক পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের আরেক শিক্ষক অধ্যাপক নাজমুল হক জানান, মঙ্গলবার সকালে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা কলেজে আসার পথে ভৈরবনগর মোড় নামক স্থানে চলন্ত বাস অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ফকির আহম্মেদ শাহ মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজে ভর্তির জন্য যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় কলেজশিক্ষকের নিহতের বিষটয়টি জানিয়ে বলেছেন, এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন