- সারাদেশ
- প্রাইভেটকারে ঘুরে ঘুরে ছিনতাই করে তারা
প্রাইভেটকারে ঘুরে ঘুরে ছিনতাই করে তারা

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নগরের পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, নম্বর বদল করে প্রাইভেটকারে ঘুরে ঘুরে ছিনতাই করত তারা।গ্রেপ্তার পাঁচজন হলেন- বাঁশখালীর পুঁইছড়ি এলাকার আশরাফ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন, রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের নুরে আলম মিতুর ছেলে সাজ্জাদ হোসেন, কক্সবাজারের চকরিয়ার হানিফের ছেলে ফরহাদ ওরফে দিদার, হাটহাজারীর নজুমিয়া হাট এলাকার আবুল হোসেনের ছেলে আসিফ হোসেন ও নাছের উদ্দিনের ছেলে মাহফুজুর রহমান আদনান। এ সময় তাদের সহযোগী সফিউল আজম নয়ন পালিয়ে যায়।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশাটি পালিয়ে যায়। একটি প্রাইভেটকার থেকে চারজনকে ও নগরের মোহরা এলাকা থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে রামদা, টিপ ও ফোল্ডিং ছোরা এবং গাড়ির নম্বর প্লেট পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, একমাস ধরে প্রাইভেটকারের নম্বর পাল্টে নগরে ঘুরে ঘুরে ছিনতাই ও ডাকাতি করে আসছিল তারা। মঙ্গলবার ভোরে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা। এর আগে হালিশহর, ডবলমুরিং, আকবরশাহ ও লালদিঘীর পাড় এলাকায়ও তারা ছিনতাই করে।
মন্তব্য করুন