- সারাদেশ
- মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন টেকনাফের তিন কৃষক
মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন টেকনাফের তিন কৃষক
অপরজনের কাছে ১০ লাখ টাকা দাবি

লেচুয়া প্রাং পাহাড়
তবে অপহৃত আব্দুস সালামকে তারা ফেরত দেয়নি। সন্ত্রাসীরা তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
বিষয়টি স্বীকার করে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী মুক্তিপণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুক্তিপণ দিয়েও যাঁরা ফিরে এসেছেন, তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, দস্যুদের মধ্যে নতুন-পুরোনো রোহিঙ্গা মিলে কিছু স্থানীয়র সহযোগিতায় পাহাড়ে বসে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।
টেকনাফে মডেল থানার ওসি আব্দুল বলেন, তিনজন ফিরে আসার খবর স্থানীয়দের কাছ থেকে শুনেছি। তবে মুক্তিপণের বিষয়টি কেউ আমাকে জানায়নি।
এর আগে গত ৭ জানুয়ারি ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত ওই ৪ কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, চার কৃষকসহ গত ৪ মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট ব্যক্তি। এরপর মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। একইভাবে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করা হয়।
মন্তব্য করুন