- সারাদেশ
- এবার অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেই সোনিয়াকে
এবার অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হলো সেই সোনিয়াকে

রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী স্বেচ্ছাসেবী সোনিয়া আক্তার স্মৃতিকে এবার অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে রাজবাড়ী জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলায় তিন মাস আগে তিনি গ্রেপ্তার হন। তখন থেকে তিনি রাজবাড়ী কারাগারে আছেন।
সৌদি আরব প্রবাসী খোকন আহমেদের স্ত্রী সোনিয়া রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলা দলের নেত্রী।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব সামসুল আরেফিনের মামলায় ২০২২ সালের ৪ অক্টোবর রাতে রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গার বাসা থেকে পুলিশ সোনিয়াকে গ্রেপ্তার করে। নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় তাঁর আইনজীবী উচ্চ আদালতে আবেদন করেন।
গত ৩১ অক্টোবর বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তী জামিনের আদেশ দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলের পরিপ্রেক্ষিতে জামিন আদেশ দুই মাসের জন্য স্থগিত করা হয়।
মন্তব্য করুন