- সারাদেশ
- গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট- ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান জোসনা বেগম ও সাদিয়া আক্তার। এর আগে গত রোববার মারা যান জোসনার দেড় বছর বয়সী মেয়ে মরিয়ম আক্তার।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ও জোসনা বেগমের মা সখিনা বেগম এ তথ্য জানিয়েছেন।
গত ৭ জানুয়ারি ভোরে ধামরাইয়ের কুমড়াইল মহল্লার একটি দোতলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। এতে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। ওইদিনই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে শিশু মরিয়মের বাবা পোশাক শ্রমিক মনজুরুল ইসলাম ও খালা হোসনা আক্তার চিকিৎসাধীন।
মন্তব্য করুন