কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার নাফ নদে ভেসে আসা অজ্ঞাত দু'জনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেল ৩টার দিকে হ্নীলা জাদিমুরাস্থল নাফ নদ থেলে ভাসমান লাশ দুটি উদ্ধার করা হয়। তবে লাশ দুটি অর্ধগলিত হওয়ায় এখনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফের জাদিমুরা এলাকার নাফ নদ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অর্ধগলিত হওয়ায় লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হবে।