- সারাদেশ
- শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের ওপর হামলার প্রতিবাদে দামুড়হুদায় মানববন্ধন
শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের ওপর হামলার প্রতিবাদে দামুড়হুদায় মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে দামুড়হুদায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দামুড়হুদা রেজিস্ট্রেশন পরিবারের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সাব-রেজিস্ট্রি অফিসের সকল স্টাফ, দলিল লেখক ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন। বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা সাব-রেজিস্ট্রার এম. নফিয বিন যামান ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম। বক্তারা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।
দামুড়হুদা উপজেলা সাব-রেজিস্ট্রার এম. নফিয বিন যামান দৈনিক সমকালকে বলেন, 'শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। এটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত।'
সাময়িক ভোগান্তির জন্য সেবাগ্রহীতাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন