- সারাদেশ
- ‘মিথ্যা অভিযোগে’ মামলা করে ফেঁসে যাচ্ছেন বাদী
‘মিথ্যা অভিযোগে’ মামলা করে ফেঁসে যাচ্ছেন বাদী

মনতলা তদন্ত কেন্দ্র- ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুরে ‘মিথ্যা অভিযোগে’ থানায় মামলা করে ফেঁসে যাচ্ছেন বাদী। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত না হওয়ায় বাদীর বিরুদ্ধে আদালতে মানহানি মামলার প্রস্তাব করেছেন। তবে এর বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন বাদী।
মাধবপুর থানার মনতলা তদন্ত কেন্দ্রের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা রতন লাল দেব জানান, গত ৭ নভেম্বর উপজেলার আউলিয়াবাদ গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে মোজাহিদুল ইসলাম রুবেল একই গ্রামের এক নারী ও তাঁর স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। এর দায় থেকে বাঁচতে মামলার আসামি নারী জাকারিয়া নোমান, শফিকুল ইসলাম সেবু, শাহাব উদ্দিন সুলতান, মোজাহিদুল ইসলাম রুবেল ও রুহুল আমিনের বিরুদ্ধে গত ২৪ নভেম্বর আরেকটি মামলা করেন।
তবে মামলার তদন্তে পুলিশের এ কর্মকর্তা বাদীর ব্যবহূত মোবাইল ফোনের কল লিস্ট সংগ্রহের পর পর্যালোচনা করে দেখেন, গত ১৯ নভেম্বর ঘটনার সময় বিকেল ৫টায় মামলার বাদী ঘটনাস্থল আউলিয়াবাদ গ্রামে উপস্থিত ছিলেন না। ওই সময় তাঁর অবস্থান ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায়। মোজাহিদুল ইসলাম রুবেলের মামলার প্রতিশোধ নিতে পাল্টা মামলা করেছেন তিনি।
এ কারণে আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অহেতুক হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার দায়ে বাদীর বিরুদ্ধে গত ৩১ ডিসেম্বর মাধবপুর থানা চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে। এ বিষয়ে মামলাটির বাদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নারাজি আবেদন দিয়েছেন তিনি।
মন্তব্য করুন