পটুয়াাখালীর দুমকী উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য ভাঙার অভিযোগে শরিয়ত উল্লাহ (২২) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শরিয়ত উল্লাহ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকী গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় এক নৈশপ্রহরী জানান, এক যুবককে দা দিয়ে মুক্তিযোদ্ধা ভাস্কর্য ভাঙতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে লোকজন জড়ো করে ওই যুবককে আটকে রাখেন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজাকে বিষয়টি জানান। পরে গোলাম মর্তুজা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে এবং তার কাছ থেকে একটি দা ও মুক্তিযোদ্ধা ভাস্কর্যের বিচ্ছিন্ন মাথা জব্দ করা হয়।  পরে মুক্তিযোদ্ধা কমান্ডার বাদী হয়ে শরিয়ত উল্লাহকে আসামি করে দুমকী থানায় একটি মামলা করেন।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম বলেন, শরিয়ত উল্লাহকে শনিবার সকালে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।