চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি আগামী সোমবার আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে। প্রশাসন কর্তৃক শিক্ষকদের জ্যেষ্ঠতা লঙ্ঘন, সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে গড়িমসি, শিক্ষক নিয়োগে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগ ও চারুকলা ইনস্টিটিউটে সৃষ্ট অচলাবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণে চরম ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

শনিবার চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগামী সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে আহ্বান জানানো হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল হক বলেন, ‌‘দীর্ঘদিন ধরেই আমরা এসব বিষয় সমাধান করার জন্য কথা বলে আসছি। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ হতে কাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ দেখছি না। তাই বাধ্য হয়েই আমাদের আন্দোলনে নামতে হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন না করে ভারসাম্যহীনভাবে প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাওয়া; এক বছরের বেশি সময় ধরে আবেদন করা শিক্ষকদের পদোন্নতি না দিয়ে তাদের নানাভাবে হয়রানি করা; শিক্ষক নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক অনিয়ম ও অসংগতির ব্যাপারে প্রকাশিত সংবাদ বা অভিযোগ আমলে না নিয়ে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়া; বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলমান অচলাবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণে প্রশাসনিক ব্যর্থতার কারণে এ কর্মসূচি দেওয়া হচ্ছে।