- সারাদেশ
- চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধি আত্মঘাতী
ক্যাবের বিবৃতি
চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধি আত্মঘাতী

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বৃদ্ধিকে আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য করে তা বাতিলের দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতারা এ দাবি জানান।
বিবৃতিতে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধকারী রোগী ও তাঁদের স্বজনদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলাকে ন্যক্কারজনক উল্লেখ করে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাকে মানবাধিকার ও মানবিক বিষয়ে আরও সহনশীল হতে হবে। চমেক হাসপাতালের নানা অনিয়ম-অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে প্রতিকার দাবি করে ক্যাব।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, সহসভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান।
মন্তব্য করুন