ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ওমর ফারুক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মামুন উর রশিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক ঠাকুগাঁওয়ের বালিয়াাডাঙ্গী উপজেলার বালিয়া বস্তি এলাকার আব্দুল আজিজের ছেলে। এ মামলায় অপর আসামি মো. রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।   

মামলার রায় সূত্রে জানা যায়, ২০২১ সালে ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা পরে ওমর ফারুক। রায়ে ফেনসিডিলের বোতলগুলি ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া জব্দ করা নগদ ১৬২০ টাকা, একটি মোবাইল সেট রাষ্ট্রের অনুকূলে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।