- সারাদেশ
- জেলা প্রশাসকের জাল স্বাক্ষরে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, তোলপাড়
জেলা প্রশাসকের জাল স্বাক্ষরে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, তোলপাড়

ছবি: সংগৃহীত
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাম ব্যবহার ও জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতারক চক্র। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হলে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
জানা যায়, গত রোববার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখা ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর স্বাক্ষর দিয়ে বিভিন্ন পদে ৫০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর পরই নজরে আসে জেলা প্রশাসকের। এর পরই জাল নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে সবাইকে সতর্ক করে দিনাজপুর জেলা প্রশাসকের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
'সতর্কীকরণ বার্তা' শিরোনামে জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন ব্যক্তি ও সরকারি দপ্তরের আইডিতেও ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জনসাধারণকে সতর্ক করে প্রকাশিত গণবিজ্ঞপ্তি সবার নজরে আসতেই দিনাজপুরে তোলপাড় শুরু হয়। জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে পত্রিকায় এমন নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রতারক চক্রকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় যাতে করে কেউ বিভ্রান্ত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন