বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা উওরণ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌন পল্লীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জমান, গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা, মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ীর সাবেক জেলা কমান্ডার আবুল হোসেন প্রমুখ।

সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমানের সহযোগিতায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫ জন চিকিসক দৌলতদিয়া যৌন পল্লীর পাঁচ শতাধিক নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। এ সময় গরীব-দুঃখিদের মধ্যে এক হাজার ৬০০ কম্বল বিতরণ করা হয়।