- সারাদেশ
- আরও ১৩ জনের শরীরে কারোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত
আরও ১৩ জনের শরীরে কারোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত

দেশে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এতে আরও বলা হয়, উল্লেখিত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ।
উল্লেখিত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৯০ হাজার ১৬৬ জন।
মন্তব্য করুন