পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল  বুধবার দিবাগত রাত ১টার দিকে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা ওই যুবলীগ নেতার বাড়ির দরজা কুপিয়ে ও ককটেল ফাটিয়ে চলে যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার নন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সিদ্দিনগর গ্রামের আজাহার আলীর ছেলে আলাউদ্দিন জানান, অন্যান্য দিনের মতো তিনি ও তার পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে টিনের বেড়া কোপাতে শুরু করে। এসময় তারা বাড়ির দরজায় সজোরে আঘাত করে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে।

তিনি আরও জানান, বিষয়টি মোবাইল ফোনে স্থানীয়দের জানালে তারা এগিয়ে আসেন। স্থানীয়দের দেখে বাড়ির গেটের পাশে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা চলে যায়। বিষয়টি সাঁথিয়া থানায় অবহিত করলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।